করোনা মোকাবিলায় পটুয়াখালী স্বাস্থ্য বিভাগকে অক্সিজেনসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর হাতে এসব স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী তুলে দেন।
পরে জেলা প্রশাসকের কাছ থেকে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এগুলো বুঝে নেন।
স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে তিনটি অক্সিজেন সিলিন্ডিার, স্লোমিটার ও মাস্ক।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন বলেন, `১৯৭১ সালে এই দেশকে পাকিস্তানি বাহিনী তথা ষড়যন্ত্রকারীদের হাত থেকে আওয়ামী লীগই উদ্ধার করেছে। আজও দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে আওয়ামী লীগ।'
তিনি আরও বলেন, `ষড়যন্ত্রকারীরা শুধু প্রপাগান্ডা ছড়িয়ে দেশকে বিপদের মুখে ফেলতে পারে, উন্নয়ন নয়। দেশ ও মানুষের দুশমনরা বর্ণচোরা হয়ে সমাজে মিশে দুর্বৃত্তায়নের কৌশল খুঁজবে। কিন্তু সেজন্য আমাদের সর্তক থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে যাব।'
করোনা মহামারির সময় আওয়ামী লীগের পক্ষ থেকে এসব স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।'
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন,`করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের পক্ষ থেকে এসব সামগ্রী দেয়ায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রোগীদের চিকিৎসাসেবা দেয়া আরও সহজ হবে। তিনি সমাজের বিত্তশালীদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানান।'
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ দলীয় নেতা-কর্মীরা।